পাবনার ঈশ্বরদীতে স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের অঙ্গীকার নিয়ে “নিউ ঘরোয়া” নামে একটি অভিজাত রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি ঈশ্বরদী – পাবনা মহাসড়কে বি আর টাওয়ারের দ্বিতীয় তলায় রেস্টরেন্টটির উদ্বোধন করা হয়। এখানে অত্যন্ত যত্নসহকারে স্বাস্থ্যসম্মত উপায়ে ইন্ডিয়ান, থাই, চাইনিজ আরবিয়ান খাবার পরিবেশন করা হচ্ছে। এদিকে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে কিডস জোন, যেখানে শিশুদের জন্য থাকছে হরেক রকম খেলাধুলার সামগ্রী। এছাড়াও উদ্বোধনী ও বসন্ত উপলক্ষে চলছে ফাল্গুন উৎসব। এতে নূন্যতম ১হাজার বা তার বেশি বিল হলেই থাকছে লাকী কূপন। পুরষ্কার হিসেবে দেওয়া হবে ঢাকা- কক্সবাজার এয়ার টিকেটসহ আরও অনেক আকর্ষণীয় বিশেষ সুযোগ সুবিধা ও ছাড়।