মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ৭ নং মোস্তাফাপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতির নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৮ ঘটিকায় আমবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,৭ নং মোস্তাফাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত
সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান প্রামানিক, যুবদলের সভাপতি মোঃ আবদুর রহমান , সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ রানা আবু, ছাত্রদলের নেতা সুমন,তানি প্রমুখ।