দিনাজপুরের পার্বতীপুরে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বতীপুরের সাংবাদিক সমাজ।
শুক্রবার (২৬ মে) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর হাটে পেশাগত দায়িত্ব পালন কালে ৫ সাংবাদিকের ওপর হামলাকারী অবৈধ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ওমর ফারুক সরকারের নেতৃত্বে হামলাকারী সন্ত্রাসী বাহিনীকে অবিলম্বে গ্রেফতার ও সকল অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের দাবিতে- মানববন্ধন করে পার্বতীপুরের সাংবাদিক সমাজ।
শনিবার (২৭ মে)বেলা ১২টায় পার্বতীপুরে কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে পার্বতীপুর পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ জন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। এ কর্মসূচিতে অংশ নেয় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এতে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি
মামুনুর রশিদ বিপ্লব, পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল,পার্বতীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মঞ্জুরুল আলম,পার্বতীপুর টিভি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লিমন হায়দার,অ,ম মিলন,আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।