দিনাজপুরে পার্বতীপুরে দীর্ঘ এক যুগ পর বুধবার অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে পৌর সভার নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন ১২ হাজার ৭শত ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র এজেডএম মোঃ মেনহাজুল হক নারিকেল গাছ পেয়েছেন ৯ হাজার ২শত ২১ ভোট।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের কাজে নিয়োজিত ছিল।মোতায়েন করা ছিল র্যাব, পুলিশ, বিজিবি বাহিনীর নিয়োজিত ছিল একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রতিদ্বন্দীতা করেছেন মোট ৬২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এর মধ্যে মেয়র ২ জন , সাধারণ সদস্য পদে ৪২ জন ও ওয়ার্ডের সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৮ জন। পার্বতীপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩হাজার ৩শ ৯৯জন এর মধ্যে পুরুষ ১৬৪৭২ জন এবং মহিলা ১৬,৯২৭জন। নির্বাচন চলাকালীন পার্বতীপুর পৌরসভার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল কর্মকর্তা দায়িত্বের সাথে কাজ করেছেন।পার্বতীপুর পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রতীক প্রাথী মোঃ আমজাদ হোসেন বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল সাংবাদিক স্থানীয় , গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।