বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

প্যারিস টেক্সওয়ার্ল্ডে দেশের ৯ কম্পানি

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে।

প্যারিসে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং, লেদারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের ৯টি কম্পানি অংশ নিয়েছে। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহৎ এই প্রদর্শনীতে কান্ট্রি প্যাভিলিয়নের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্যারিসে বাংলাদেশের কমার্শিয়াল কনস্যুলার মেলা পরিদর্শন করেন।

বাংলাদেশ থেকে মমটেক্স এক্সপো এবং পাইওনিয়ার ডেনিম, বিএস ফ্যাশন, দেশবন্ধু টেক্সটাইল মিলস, ফিফথ অ্যালায়েন্স, জিমেক্স ক্লোথিং, সারা ফ্যাশনওয়্যার এবং দ্য রোজ গার্মেন্টস ডিজাইন, নোবাবি এই প্রদর্শনীতে পোশাক ও অন্যান্য খাতের পণ্য প্রদর্শন করেছে।আয়োজকরা জানান, প্যারিসে ফ্যাশন শিল্পের ক্রসরোড ফিরে এসেছে। বাংলাদেশ, চীন, কোরিয়া, ভারত, তাইওয়ান, তুরস্ক এবং পাকিস্তানের মতো প্রধান উত্পাদনকারী দেশগুলির ফ্যাশন পণ্যগুলির একটি বৈশ্বিক পরিসর প্রদর্শন করছে। একইসঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইতালি এবং জার্মানির দর্শনার্থী ও ক্রেতারা বিপুল সংখ্যক মেলায় আসছেন। এতে দুইশর বেশি প্রদর্শক অংশ নিয়েছে।

প্যারিসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম বলেন, টেক্সওয়ার্ল্ড অ্যান্ড অ্যাপারেল সোর্সিং শো ইউরোপের সবচেয়ে বড় ফ্যাশন সোর্সিং মেলাগুলোর একটি। বাংলাদেশ থেকে অংশহণকারীদের প্রতিটি স্টলের সামনে ভিড় ছিল। আশা করছি, প্রদর্শনীর আসন্ন জুলাই সংস্করণে বাংলাদেশ থেকে আরো বেশি অংশগ্রহণ থাকবে। পাইওনিয়ার ডেনিমের বিপণন প্রধান মোহাম্মদ হাসিবুল হুদা বলেন, টেক্সওয়ার্ল্ড প্যারিস শো বাংলাদেশে অংশ নেওয়ার জন্য এটি পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জন্য ভালো সুযোগ।পরবর্তী টেক্সওয়ার্ল্ড প্যারিস ৪-৬ জুলাই টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ইউএসএ ১৯-২১ জুলাই অনুষ্ঠিত হবে।

2
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102