প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত কয়েক দিনে কয়েকটি জাতীয়, আঞ্চলিক, অনলাইন নিউজ পোর্টালে “ভুয়া রেজুলেশনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান” সহ নানা শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদ গুলো প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদীত।
মূলতঃ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ পদত্যাগ করে তাড়াশ পৌরসভার নির্বাচন করেন। পরে আমি স্থানীয় সরকার বিভাগের সকল নিয়ম কানুন মেনে ইউপি সদস্য উষা রানী, মো. সোলাইমান হোসেন, শ্রী ভূলন চন্দ্র বসাক সহ উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি এবং যথারীতি সুনাম ও সততার সাথে সকল দাপ্তরিক কাজকর্ম করে আসছি। যা নিয়ে বিগত সময়ে কোন কথা হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে মন মালিন্যের কারণে কতিপয় ব্যাক্তি আমার বিরুদ্ধে নানা কুৎসা রটানো সম্মানহানি ও বিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছেন। যার সবকিছুই মিথ্যা বানোয়াট ও কাল্পনিক।
আমি প্রকাশিত সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি সকলের প্রতি সম্মান রেখে আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদের নাগরিকদের জন্য ভাল কাজ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন বাসীদের নিকটে সার্বিক সহযোগীতা কামনা করছি।
প্রতিবাদকারী:-
মো. আকতার হোসেন
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ তাড়াশ, সিরাজগঞ্জ।