প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ
প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবস পালন করলো মাল্টিফ্যাবস্

প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করলো মাল্টিফ্যাবস্ লিমিটেড ও ডি.আর.আর।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ভাটারা গুলশানে অমর জ্যোতি স্পেশাল স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিফ্যাবস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা.মেসবা ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয়ান ইউনিয়নের বাংলাদেশ নিযুক্ত আ্যম্বাসাডার চার্লস ডা.আলী,এভারকেয়ার হসপিটাল ও ডি,আর,আর,এ, এর নির্বাহী পরিচালক ডা.ফরিদা ইয়াসমিন শিলা, মাল্টিফ্যাবস্ লিমিটেডের ব্যবস্থাপক রিপুল মিয়া, খ.আহমাদুল করিম মান্না প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, অমর জ্যোতি স্পেশাল স্কুলের সকল প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের নিয়ে বিজয় আয়োজন একটি ভালো উদ্যোগ। অতিথিরা আরো
বলেন,আশা করছি কর্তৃপক্ষ প্রতিবছর এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে থাকবে।
পরে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.