রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরগুনার বেতাগীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকাল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ বেতাগী উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বরগুনা ২ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাসানুর রহমান রিমন এমপি পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানক খান, সাংগঠনিক সম্পাদক, নাজরুল ইসলাম, মহাসিন ফয়সাল অপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।