কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের কুমারিয়াবাড়ী গ্ৰামে "আলী খাজা আলী পাগল (র)" এর মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। গত ২৯ আগষ্ট এ ঘটনা ঘটে। এ সময় মাজার গুড়িয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিরুপ প্রতিক্রিয়া উঠেছে ।
বিভিন্ন সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আত্মীয়তার বন্ধনে উপজেলার চরাঞ্চলের কুমারিয়াবাড়ী গ্ৰামে আসেন আলী খাজা আলী পাগল, একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, মৃত্যুর পূর্বে দশবছর মসজিদে ইমামতি করেন। গত ১৯ সেপ্টেম্বর ২০০৪ ইং তারিখে দেহত্যাগের পর ভক্তবৃন্দের অনুরোধে মাজার নির্মাণ করা হয়। প্রয়ান দিবসে সপ্তাহব্যাপী ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের কয়েক হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করে থাকেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরের আগে কয়েক শত মানুষ রড, শাবল, হাতুড়ি দিয়ে মাজার স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে, এ সময় তারা কবরের উপরে উঠে পিটিয়ে ভেঙে ফেলে এবং উল্লাস করে। এ ঘটনায় সামজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সচেতন মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো মুসলমান ধর্মীয় স্থানেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মাজার কমিটির সভাপতি দৌলতুজ্জামান কালু শিকদার বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানদের কবরের উপর এভাবে আঘাত করতে পারে জানা ছিল না, কিছু ভক্তবৃন্দ আসতেন যারা গাঁজা সেবন করতেন, সেবনকারীদের বারণ করা হয়েছে, মাজার প্রাঙ্গণে গাঁজা সেবন বন্ধ করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাইনি, সমন্বয়কেরা জানিয়েছেন সেখানে গাঁজা সেবনের আসর বসে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।