আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ফরিদপুরের মধুখালীর ঘটনায় কেউ ছাড় পাবে না। ইতোমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। ফরিদপুরের রাজনীতির দুষ্টু গ্রহ নির্মূলে অভিযানে কোনো ছাড় নয়।
গতকাল সকালে সাভারে বিসিএস লাইভ স্টক একাডেমিতে ৪১তম মৎস্য ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজাউল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।
এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, আগামী কোরবানির ঈদে খামারিদের স্বার্থে, তাদের উৎসাহ প্রদান করতেই পশু আমদানির কোনো সম্ভাবনা নেই। দেশি উৎপাদিত গবাদিপশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব বলেও জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।