বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৫ মার্চ (শনিবার) বিকেলে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল দলের স্থায়ী কার্যালয় মির্জা অটো রাইস মিলস ইন্ডাস্ট্রি বাজারে অনুষ্ঠিত হয়।
কৃষকদল ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ মনছুর আলী মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, জেলা কৃষক দলের নেতা মজিবুর রহমান ,খানসামা উপজেলা কৃষকদলের শরিফ উদ্দিন , এনামুল হক প্রমুখ। কাউন্সিলে সভাপতি আলহাজ্ব মনছুর আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম ও সাংগঠনিক সম্পাদক আলী আকবর নির্বাচিত হন।
ত্রি-বার্ষিক কাউন্সিল ফুলবাড়ী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলটির সঞ্চালনায় ছিলেন পৌর কৃষক দলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর গোলাপফর হোসেন।