প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
পুলিশ ও শ্রমিকরা জানান, বেক্সিমকো গ্রুপের পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন চলতি মাসের ৮ তারিখে পরিশোধ করার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করেই গত ১২ নভেম্বর কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শতশত শ্রমিকরা শনিবার সকালে রাস্তা অবরোধ করে রাখেন। এসময় রাস্তার উভয় পাশে যান- চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগ পহাতে ওই রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এর চেষ্টা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক রাস্তা অবরোধ করে রেখেছে। তিনি বলেন,শিল্প ও মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এর চেষ্টা করছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.