প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
বকেয়া বেতন দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে বকেয়া বেতন দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টি এনজেড অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা শ্রমিকরা। এসময় সকাল সাড়ে ৮ টা থেকে প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
আজ বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে গাজীপুর মহানগরীর বাসন মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড শ্রমিকরা এ আন্দোলন করছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নূর হোসেন জানান, এখনো শ্রমিকরা আন্দোলন করছে। আমি এখন ব্যাস্ত বলে রেখে দেন তিনি।
শ্রমিকরা জানায়, টিএনজেড গ্রুপে আমরা ৩ হাজার ৩০০ জন কাজ করি । এ ফ্যাক্টরির শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও আমাদের বেতন পরিশোধ না হওয়ায় আন্দোলন করছি।
আন্দোলনে তিন শতাধিক শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বলে জানা যায়।
ঘটনাস্থলে শিল্প পুলিশ শ্রমিকদের সাথে আলোচনা করছে। এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করার চেষ্টা চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.