বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অভিযানে ১৯৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী'র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্তরে ঢাকাগামী মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে ঢাকাগামী প্রাইভেট কারের ভিতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শ্রী শান্ত চন্দ্র রায় (২১) নিলফামারী জেলার ডিমলা থানার বাইশপুকুর গ্রামের শ্রী অভয় চন্দ্র রায়ের ছেলে।
এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ###
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।