প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে বই উৎসব

বই উৎসবকে কেন্দ্র করে নানা উদ্যোগ গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কক্ষ গুলোতে রংবেরঙের পতাকা এবং টাঙানে হয় রঙিন বেলুন। এমনই সাজ সাজ উৎসবের মধ্যে দিয়ে নতুন বই হাতে পেয়ে আনন্দে উৎসাহিত হয় শিক্ষার্থীরা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রতিষ্টাতা গাজীপুর সিটি করপোরেশন এর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর এবং কোনাবাড়ী থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার আহম্মেদ। এছাড়াও স্কুলের পরিচালক ও ০৭ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ এবার সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তুক বিনামূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫ টি বই বিতরণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.