বরগুনা প্রতিনিধি : বরগুনায় ৩ শতাধিক তরুণ তরুণীদের নিয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ভলান্টিয়ার ভর বাংলাদেশের বরগুনার সভাপতি খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সুবাহ তাবাসসুম ঐশীর সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠনের ৩ শতাধিক তরুণ তরুণী অংশগ্রহণ করে তাদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়তে তাদের মতামত তুলে ধরেন।
এ সময় অতিথি হিসেবে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা, বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম, বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার তমা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।