বরগুনা জেলা শহরের মাছ বাজার সংলগ্ন লাকুরতলা ব্রিজ। একমাত্র জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্রিজটি সবজি বাজার, দুপাশে রিকশা ভ্যানে মালামাল বিক্রয় করার বাজারে পরিনত হয়েছে। যেন দেখার কেউ নেই। এতে করে জনসাধারণের চলাচলের সুন্দর পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার লোক জেলা শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করে। নিয়মিত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হয়।
যানবাহন তথা জনসাধারণের চলাচলে সমস্যার কারনে প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানা যায়। কাঁচা মালের ব্যবসায়ীদের কাছে আলাপ করে জানা যায় তারা নাকি টাকা খরচ করেই এখানে বসেছে। কেউ তাদেরকে সরাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রশাসন কি এ বিষয়টি জনস্বার্থে কিছু করবেন না? প্রতক্ষ দর্শীরা বলেন সাধারণ মানুষের কিছুই করার নাই। ইহা প্রভাব শালী মহলের কাছে জিম্মি। জনগনের দাবী নির্ধারিত স্থানে কাঁচা বাজার বসানোর ব্যবস্থা করা ও ব্রিজের উপরে ভ্যান বা অন্য যানবান স্ট্যান্ড সরিয়ে নিয়ে সুশৃঙ্খল চলাচলের পথ তৈরি করা হোক। তারা আরও বলেন, এ বিষয়টি জনস্বার্থে দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষ ব্যবস্থা নিবেন এ প্তত্যাশা করেন।