খাইরুল ইসলাম মুন্না,বরগুনা প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটির কার্যক্রমে অসামান্য অবদান রাখায় জেলার সকল কলেজের মধ্যে শ্রেষ্ঠ দলনেতা পুরস্কার প্রধান করা হয়। এর মধ্যে কলেজ পর্যায়ে ২০২৩ সালের সেরা 'শ্রেষ্ঠ দলনেতা পুরুস্কার’পেয়েছেন যুব রেড ক্রিসেন্ট বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের দলনেতা কাউসার মাহমুদ হৃদয়। গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার রেড ক্রিসেন্ট হলরুমে বিকাল ৪ ঘটিকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৩ উপলক্ষে বরগুনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে এ আয়োজন করেন।
বরগুনা ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. মো: হাবিবুর রহমান আকন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা। জেলা যুব কার্যকরি কমিটির উপ যুব প্রধান-২ মো: সজিব হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাড. মো: আবদুল মোতালেব মিয়া, ইউনিট কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া পিন্টু, মো: শামীম হোসাইন, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাফর হোসেন হাওলাদার, ইউনিট লেভেল অফিসার মো: আবদুল করিম, যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো: আব্দুর রহমান প্রমুখ।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সদস্য বিভিন্ন কার্যক্রম, ঘূর্ণিঝড় 'মোখা', 'মিধিল' এবং অগ্নিকান্ডে, এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কার্যক্রমে অংশ গ্রহন করে। সে বলেন "আমাদের সকলকে একসাথে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে এবং দেশ ও মানুষের সেবায় সব সময় এগিয়ে যেতে হবে।"
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।