বরগুনা সদরের শিশুদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন
ইউএসআইডি’র আর্থিক সহায়তায় সিএসএফ গ্লোবাল এর ব্যবস্থাপনায় উপকুলের ২টি জেলা বরগুনা ও পটুয়াখালীর সকল উপজেলায় ০-১৮ বছরের শিশুদের চোখের সমস্যা চিহ্নিতকরন প্রয়োজনীয় চশমা, অপারেশন বিনামূল্য করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিভিন্ন ক্যাম্পে উপস্থিত শিশুদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে রেফারেল কার্ড প্রদান করা হয় এবং বিনামূল্যে চশমা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়।
আজ ১৮ এপ্রিল ২০২২ তারিখ ইনক্রিজিং আই কেয়ার ফর চিল্ডেনস ইন কোষ্টাল ডিষ্ট্রিক্টস প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার আমতলী একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বরগুনা সদর উপজেলার দক্ষিনের বিভিন্ন ইউনিয়নের ০-১৮ বছরের শিশুদের চোখের চিকিৎসা ও চোখের যত্ন নিশ্চিত করে পরবর্তি সময়ে দৃষ্টি প্রতিবন্ধিতা প্রতিরোধে দক্ষ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা ক্যাম্প সম্পন্ন হয়।
আজ এই একটি কেন্দ্রে ৪৯ জন শিশুর চোখের ব্যবস্থাপত্র দেয়া হয়। এদের মধ্যে ৩১ জন কন্যা শিশু ও ১৮জন ছেলে শিশু চিকিৎসা সেবা পরামর্শ ও ৩১ জন শিশুর চশমা বিনামূল্যে দেয়ার প্রাথমিক সকল প্রস্ততি সম্পন্ন হয়।
রেফারেল কার্ডের পরামর্শ অনুযায়ী ঐ শিশুর প্রয়োজনীয় বিনামূল্যে চিকিৎসা প্রদান উপকুলে প্রতিবন্ধিতা প্রতিরোধ ইউএসআইডি ও সিএসএফ গ্লোবাল এর এ মহতী উদ্যোগে জন্য সিএসএফ গ্লোবাল ও ইউএসআইডিকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিনামূল্যে পরিচালিত উপকুলের শিশুর চোখের যত্ন ও দৃষ্টি প্রতিবন্ধিতা প্রতিরোধে সিএসএস গ্লোবাল এর ব্যবস্থাপনায় ও ইউএসআইডি’র আর্থিক সহায়তা এ মহতী কার্যক্রমে উপকুলের সকল শ্রেনী পেশার মানুষের সহায়তা কামনা করি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিশেষজ্ঞ মহিলা ডাক্তার কানিজ, অপটোমেষ্টিক জসিম উদ্দিন কমিউনিটি মবিলাইজার শাহ আলম, সাদেক হোসেন ও স্কুল অর্গানাইজার রাইহান ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বিশাল এ কাজে সহায়তা জন্য।
আগামী কাল ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার বরগুনা পৌরসভার গগণ মেমোরিয়ালে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বরগুনার বিভিন্ন এলাকার গরীব ও পিছিয়ে পরা পরিবারের শিশুর চোখের সেবা গ্রহনের আহবান জানানো হয়।