প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
বশেমুরকৃবিতে দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এ দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পরিকল্পনা ২০২৩-২০২৬ বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কর্মশালার শুভ উদ্বোধন করে বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক গবেষণা পরিকল্পনা গ্রহণে সময় ও অর্থের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী পরিচালক (প্রকল্প গবেষণা) ড. জীবন চন্দ্র দাস এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহযোগী পরিচালক (পাবলিকেশন্স) প্রফেসর ড. মোঃ মাহিদুল ইসলাম মাসুম।
কর্মশালায় ৪টি সেশনে সেশন চেয়ারপার্সন ছিলেন বশেমুরকৃবি’র প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান আকন্দ, বশেমুরকৃবি’র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. আশুতোষ সরকার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. নাথুরাম সরকার এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সিনিয়র স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মোঃ খলিলুর রহমান। কর্মশালায় মোট ৩০টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের বিভিন্ন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.