সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সুন্দর সুষ্ঠু ও সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী ২০২২) বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন সম্মেলন উদ্বোধন করেন, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল ইসলাম তালুকদার মঞ্জু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান।
ভার্চুয়্যাল যুক্ত থেকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গাজী আব্দুস সাত্তার সিকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম আবু ইউসুফ সূর্য্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, জেলা যুবলীগের সাবেক সাধারণ অ্যাডঃ আব্দুল হাকিম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার সিকদার পরিচালনায় দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা হয়। দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে পুনরায় মুঞ্জুরুল ইসলাম তালুকদারকে সভাপতি ও সাধারণ সম্পাদ সোহেল রানা শেখ সোহেলকে নির্বাচিত করা হয়েছে । এ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।