আশরাফুল হক, লালমনিরহাট: চলমান রাজনৈতিক জ্বালাও, পোড়াও, এবং সহিংসতা, লুটতরাজ থেকে রক্ষা পেতে লালমনিরহাটের হিন্দু সম্প্রদায় সীমান্ত অতিক্রম করে প্বার্শবর্তী দেশ ভারতে যাওয়ার জন্য জরো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান দেশের অস্হির প্রেক্ষাপটে লুটতরাজ ও সহিংসতার হাত থেকে সুরক্ষা পেতে এবং নিজেদের জীবন রক্ষার্থে বাড়িঘর, জমিজমা সব কিছু ছেড়ে পরিবারের সবাইকে নিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলার বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন। লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) এর দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০১ গুতা মারী শ্মশানঘাট নামক স্থান দিয়ে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন ২৫০-৩০০জন্য লোক সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য জমা হয়েছে। উক্ত লোক জনদের সীমান্ত থেকে এক কিলোমিটার দূরে জমায়েত করে না যাওয়ার জন্য দৈখাওয়া কোম্পানী কমান্ডার জেসিও নং ৮৫৭৮ সুবেদার মোঃ মনজুরুল ইসলাম অনুরোধ করছেন।
এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি অবগত আছি সেখানে আমাদের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত আছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।