বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কিছু বলার নেই: দোরাইস্বামী

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকারের কিছু বলার নেই।’ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকারের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শাহ সূফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৩তম খোশরোজ শরীফে মাজারে উপহারের গিলাফ হস্তান্তরকালে এ কথা জানান তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকারের কিছু বলার নেই।

‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা নির্বাচন ও নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছি। নির্বাচনে বিজয়ী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তাই বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই।’ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, ‘ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনীতির পরিসর আরও ব্যাপক উন্নতি হবে। সাবরুম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে।’

ভারত সরকারের উপহারের গিলাফ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, তরিকত ফেডারেশনের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান প্রমুখ।

1
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102