জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস, ২০২৩ ও বিশেষ ভূমিকা রাখায় সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মেয়র ঘোষণা করা হয়েছে।
পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপরে ৬টি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়। এরমধ্যে পৌরসভার পানি সরবরাহ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জন্ম-মৃত্যু নিবন্ধন, লাইসেন্স প্রদান, ট্যাক্স আদায়সহ বিভিন্ন ক্যাটাগরির উপর মূল্যায়ন করা হয়।
সব মিলিয়ে সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, ‘আমি সততার সাথে মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য মেয়র হয়েছি। আমার উন্নয়ন কর্মকাণ্ডে উপর সন্তুষ্ট হয়ে বিশেষ করে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে আমাকে জেলা শ্রেষ্ঠ নির্বাচন করায় আমি কৃতজ্ঞ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।’
তিনি আরো বলেন, একটি পত্রের মাধ্যমে আমাকে আগামী ০৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস, ২০২৩ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, রমনা, ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।
জানা যায় যে, আগামী ০৬ অক্টোবর, ২০২৩ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, রমনা, ঢাকায় অনুষ্ঠিতব্য জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপিস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।