বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম- সাহসীকতা (বাংলাদেশ পুলিশ মেডেল) পুরস্কার পাচ্ছেন চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর নাজমুল হক।
নাজমুল হক পাবনা জেলার আতাইকুলা থানার রগুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান নওগাঁ জেলা ধামুরহাট থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন।
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক কুচকাওয়াজ “২০২২” অনুষ্ঠানে সাব ইন্সপেক্টর নাজমুল হককে এই পদকে ভূষিত করবেন।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মকালীন সময়ে অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহসী ভূমিকা মুগ্ধ করেছে এ জেলার অগণিত মানুষকে-নজর কাড়ে বাংলাদেশ পুলিশেরও।
শক্তিমান এই পুলিশ কর্মকর্তা নাজমুল হক বিপিএম পদকের জন্য মনোনীত হওয়ায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল স্থরের মানুষ গর্বিত।