গাইবান্ধা সদর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা কমিটি বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয় ও সাপ্তাহিক কাটাখালী পত্রিকা অফিস গোবিন্দগঞ্জে ২৩ জানুয়ারি/২০২২ রবিবার বিকাল ৫.০০ টায় সভাপতি মোঃ নূরে আবু উজ জোহা ও সাধারণ সম্পাদক এস এম শাকির হায়দার কে ঘোষণা করে কমিটি অনুমোদন করেন বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ এবং সেইসঙ্গে কমিটির সকল সদস্যদের পরিচয় পত্র প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিম, গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাকির হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোসলেম উদ্দিন বিজন, সদস্য আবু তারেক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা ও উপজেলা শাখার সকল সাংবাদিককে ৬ই ফেব্রুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সম্মেলনকে সফল করার সকল প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।