বাংলাদেশ মুক্তিাযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন, রিপন,সাধারণ সম্পাদক বকুল
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার কমিটির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ মে২০২২
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি ( জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নামের অনুমোদিত) কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে উল্লেখ করা হয়েছে।
এতে সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন, মোঃ কিবরিয়া হাসান রিপন ও সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, সহ-সভাপতি জামিল হাসান , যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বাবুসহ সহ ৭২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ বছর মেয়াদি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পত্রে আরও উল্লেখ করা হয়েছে আগামী ৩ মাসের মধ্যে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার কমিটি গঠন করবে।
উল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া হাসান রিপন সিরাজগঞ্জ পৌরএলাকার শহীদগঞ্জ মহল্লার বীরমুক্তিযোদ্ধা হামিদা বেগমের পুত্র এবং সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন উল্লাপাড়া উপজেলার সৈয়দপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বারের পুত্র।