পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রতিনিয়ত বিভিন্ন স্থানে চলছে দিনে দুপুরে ফ্লাটের তালা দর্জা ভেঙে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেই চলছে ।প্রথমে বাউফল পৌরশহর,তারপর কালিশুরী বাজারের দক্ষিণ পাশের তিনটি ফ্ল্যাট এরপর আজ শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে কাছিপাড়া মোঃ আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সার্ভেয়ারের তিনতলা ভবনের দুটি ফ্লাটে তালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,উক্ত ফ্লাট দুটিতে সহকারী শিক্ষিকা মাহমুদা বেগম ও শিলা আক্তার বসবাস করতেন।আজকে শুক্রবার তারা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যায়। এই সুযোগে ডাকাতদল তাদের ফ্লাটের তালা ভেঙে ভিতরে ডুকে আলমারি ভেঙে নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে চলে যায়।দুই পরিবারের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা এই ঘটনার সাথে এলাকার লোকজন জড়িত থাকতে পারে।সন্দেহ বেশিরভাগ ক্ষেত্রে মাদকসেবিদের।এই ঘটনার পর কাছিপাড়া এলাকায় আতংক বিরাজ করছে।
এলকাবাসীসহ সচেতন মহলের আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অনতিবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ওসি মোহাম্মদ আরিচুল হক বলেন,বাউফল উপজেলার বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনায় আমাদের তদন্ত চলমান রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।