পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রাম থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কনকদিয়া চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই নারীর (৩২) লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রফিকুল ইসলাম।
গতকাল সোমবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় কয়েকজন কিশোর ওই বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে বিদ্যালয় ভবনের নিচতলায় সিঁড়ির পাশে লাশটি দেখতে পায়। পরে তারা স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর গায়ের রং শ্যামলা ।
পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দৈনিক কলমের বার্তা কে বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।