বিদুৎস্পৃষ্ট হয়ে সবুজ সিকদার (২৫) নামে এক ব্যবসায়ী মারা গেছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের শাহজাহান সিকদার বাড়ি এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সবুজ ঢাকা ব্যবসা করতো। কয়েকদিন আগে তিনি বাড়ি আসেন। ঘটনার দিন নিজের নির্মাণাধিন ভবনে পানি দেয়ার সময় পানির পাম্পের বিদুৎতের তারে স্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত সবুজের বাবার নাম শাহজাহান সিকদার।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।