পটুয়াখালীর বাউফলে আনুমানিক ৩৫ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাউফল থানা পুলিশ। জব্দকৃত গাজার বাজারমূল্য ১০ লাখ টাকা বলে দাবী করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে বাউফল থানা পুলিশের ১টি চৌকস টিম কারখানা লঞ্চঘাটে অভিযান চালায়। এর আগে ঢাকা- পটুয়াখালী রুটের জামাল-৫ নামের লঞ্চ থেকে একটি ওয়্যারড্রব নামানো হয় কারখানা লঞ্চঘাটে। ওয়্যারড্রবটি একটি অটোরিক্সায় তোলার পরই পুলিশ সেটি তল্লাশী চালিয়ে ওয়্যারড্রবের ভেতর থেকে ওই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে। এসময় লিমন(২৫), শাকিল (২১) নামের ০২ মাদক ব্যবসায়ীকে আটক করে। বাউফল থানার ওসি আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।