প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ
বাউবির ক্যালেন্ডার ইভেন্ট ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবদন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/IMG-20230824-WA0013.jpg)
এরপর, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সকল সদস্যদের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শোক-বইয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাক্ষর করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
এছাড়াও বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরেক্টরস কাউন্সিল এবং বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী কর্মকর্তা পরিষদ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।
উল্লেখ্য, মাননীয় উপাচার্য গত বছর ২৪ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঘোষণা দেন- “বাউবি প্রতিবছর এই দিন জাতির পিতার সমাধি সৌধে বাউবি শ্রদ্ধা নিবেদন করবে।” তিনি ২৪ আগস্টকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “ক্যালেন্ডার ইভেন্ট ” হিসেবে ঘোষণা দিয়ে পরিদর্শন বইয়ে লিপিবদ্ধ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.