প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ
বান্ধবীর বাসায় যাওয়ার পথে গণ ধর্ষণের স্বীকার গৃহবধূ
গাজীপুরের কোনাবাড়ীতে এক গৃহবধূকে (৩৫) গণ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার চার ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার আলাউদ্দিন এর ছেলে শামীম রেজা (২৬),শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিজাম উদ্দিন এর ছেলে ফারুক (২৭) এবং নগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে সাহেব আলী (৬৫)।
মামলার এজহার সূত্রে জানাযায়,ওই গৃহবধূ বুধবার (১২ জুলাই) সকালে তার ৭ বছরের ছেলেকে নিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ বান্ধবীর বাসায় বেড়াতে আসেন। পরবর্তীতে ওইদিন রাত ৮ টা সময় তার আরেক বান্ধবীর মাধ্যমে গার্মেন্টেসে চাকুরির জন্য বাইমাইল কাদের মার্কেট এলাকায় তার বাসা খুঁজার জন্য বের হন। রাত সাড়ে ১০ টা সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় সাহেব আলীর বাসার গলির কাছে পৌছা মাত্রই শামীম রেজা ও ফারুক ওই গৃহবধূকে বলে আমরা তোমার বান্ধবীর বাসা চিনি। পরে গলির ভিতর দিয়ে প্রায় ১০০ গজ দূরে সাহেব আলীর টিনসেড রুমের ভিতরে নিয়ে যায়। তখন ওই গৃহবধূ তাদেরকে খালি রুমের ভিতরে নিয়ে আসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে কোন কিছু বুঝে উঠার আগেই তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা। বিষয়টি সাহেব আলীকে জানাইলে তিনি কিছু না বলিয়া চুপ থাকতে বলেন। পরবর্তীতে ওই গৃহবধূ তার বান্ধবীকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলাম জানান,ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার তিন থেকে চার ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। শুক্রবার (১৪ জুলাই) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.