সংগীত পরিচালক ও কণ্ঠ শিল্পী বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে শোকাহত সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরের মানুষ এই অঞ্চলেই তার পূর্ব পুরুষের ভিটা। দেশ ভাগের পরে পুরো পরিবার ভারতে পাড়ি জমায়। বাপ্পী লাহিড়ীর জন্ম ভারতে হলেও লাহিড়ী পরিবারের উত্তরসূরি হিসেবে এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
বাপ্পী লাহিড়ীর প্রয়ানে শোক উপমহাদেশ জুড়ে। বাদ যায়নি তার পূর্ব পুরুষের ভিটা উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ও জেলা শহরের দড়গা পট্টিও। স্থানীয়রা জানান, তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহুকুমার এই লাহিড়ী মোহনপুরের আলো বাতাসে বেড়ে ওঠেন বাপ্পী লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় ভারতে চলে যায় লাহিড়ী পরিবার।
সেখানেই জন্ম হয় বাপ্পী লাহিড়ীর। জমিদার লাহিড়ী পরিবারের সেই সময়ের কিছু স্মৃতি চিহ্ন আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে। মানুষের হৃদয়ে গেথে রয়েছে বাপ্পী লাহিড়ীর পরিবারের স্মৃতির নানাকথা। বাপ্পী লাহিড়ীকে নিয়ে আজও তারা গর্ভ করে এই অঞ্চলের মানুষ। বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।