স্টাফ রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোয়েব আল আসাদ মনিরকে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) বাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কাউন্সিলর এর অফিসে দাতা সদস্যগণ এ কমিটি ঘোষণা করেন। এসময় এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদ্য ঘোষিত কমিটির অন্যান সদস্য উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম শরীফ এলাকার মুরব্বী ও দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে যে, গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সর্বদা নিষ্ঠার সাথে থেকে পালন করবো। হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) বাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।