কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিল্পপতি ফখরুল ইসলামের সাথে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ জানুয়ারী) দুপুরে ঢাকায় মেট্রো হোমস্ লি: এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।
এসময় প্রতিনিধি দলের পক্ষ থেকে আলহাজ্ব ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিহাব উদ্দিন রিপন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইমাম উদ্দিন, জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ মুছাপুর শাখার প্রধান উপদেষ্টা আলা উদ্দিন জিকু, চরএলাহী শাখার প্রধান উপদেষ্টা ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, ছাত্রদল নেতা তাসিব খায়ের রুবেল ও মহিউদ্দিন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয়তাবাদী দল বিএনপির যুগপৎ আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান আলহাজ্ব ফখরুল ইসলাম। এসময় কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে ভবিষ্যতে সুন্দর ও সফলতার সহিত সংগঠনের কর্মকান্ড পরিচালনা করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন তিনি। বৈঠক শেষে দলীয় নেতাকর্মীদের সৌজন্যে মধাহ্নভোজের আয়োজন করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।