বিএনপি- জামাত পুলিশের উপর হামলা চালানো ও নৈরাজ্যর প্রতিবাদে সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে মুলিবাড়ীস্থ সয়দাবাদ আওয়ামী লীগ কার্যালয়ের সন্মুখে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো উন্নয়নের রোলমডেল সরকার তার সাদৃশ্যমান উন্নয়ন এই সয়দাবাদ ইউনিয়নে দেখুন মূলিবাড়ীতেই মেরিন একাডেমি, ট্রামা হাসপাতাল, রাস্তা প্রসস্থকরণ ওভারফ্লাই নির্মাণ কাজ চলছে কড্ডামোড়ে, বাঐতারা ছাতিয়ান তলী এলাকায় শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এসব উন্নয়নের কথা আপনারা তুলে ধরুন।
নির্বাচন আসলেই বিএনপি-জামাত
আন্দোলনের নামে পুলিশের উপর হামলা করছে ও নৈরাজ্য সৃষ্টি করছে, রাস্তার পাশের গাছ কাটে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করার জন্য প্রস্তুত হয়। সেসব দিন আর নেই। আন্দোলন নামে এবার পথে আসলে প্রথমেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ তা প্রতিরোধ করে বুঝিয়ে দিবে। আন্দোলন কাকে বলে, তা আওয়ামী লীগ জানে। এ মূলিবাড়ী চেকপোস্টে যুবলীগ ও ছাত্রলীগ চৌকি বসিয়ে বসিয়ে চেক করবে। কারা যানবাহনে আগুন লাগিয়ে জ্বালা ও পোড়াও করে, কারা মানুষকে হত্যা করে তাদেরকে ধরে ধরে এনে যুবলীগ- ছাত্রলীগ বিচার করবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে।
তিনি আরো বলেন বাংলাদেশ-শ্রীলঙ্কা হবে বলে গুজব ছড়িয়ে মিথ্যাচার করছে বিএনপি- জামাত কিন্তু এতে লাভ হবে না। জনগণ এখন অনেক সচেতন। জনগণ সুখ, শান্তি ও দেশের উন্নয়নে বিশ্বাসী। তাই আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় ঘটিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক সোহাগ হোসেন পথিক।
এসময় আরো বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন আঃলীগের সহ-সভাপতি শামসুল আলম, ইউসুফ মোল্লা ইউপি সদস্য মাসুদ রানা, সদস্য গাজী আব্দুল মালেক, সাবেক সভাপতি সাইদুল ইসলাম রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ, সাংগঠনিক সম্পাদক, প্রফেসর সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেল্লাল হোসেন,সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক স্বাধীন সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি নওফেল আহমেদ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিক সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।