২০২২-২৩ অর্থ বছরে এলজি এসপি- ৩ এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলা ৪ নং শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু ব্রেঞ্চ, সিলিংফ্যান এবং ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা।
এ সময়ে শিয়ালকোল ইউনিয়ন ভূমি অফিসের
ভূমি সহকারী মোঃ হাছান আলী, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওমর ফারুক তালুকদার, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক, ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান, এস.এম. রুহুল আমিন সজল, হযরত আলী, মুক্তার হোসেন, আব্দুল মুন্নাফ খন্দকার, আরিফুল ইসলাম, আব্দুস ছালাম শেখ, তারা বানু বেগম, ফরিদা খাতুন, রেহানা খাতুন সহ শিক্ষা অফিসের কর্মকর্তাগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুবিধা ভোগী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে হলো- বড় হামকুড়িয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ফুলবাড়ী সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান দুলাল, উত্তর সারটিয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান খাতুন, জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ নাজমা পারভীন, ধুকুরিয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাফিজা খাতুন, রঘুনাথপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল করিম তালুকদার, দিয়ার বৈদ্যনাথ সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাছিমা খাতুন, উত্তর সারটিয়া বেগম আমেনা মুনছুর স্মরণীয় উচ্চ বিদ্যালয়,শিবনাথ পুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মীর মামুন হাসান শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজ অধ্যক্ষ মীর মামুন হাসান শেখ ।
এলজিএসপি - ৩ এর আওতায় উপরোক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো চাহিদা মোতাবেক উঁচু নিচু ব্রেঞ্চ,সিলিং ফ্যান এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।