গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে ৫৮ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কালম্বীর অনুসারীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) যোহরের নামাজের পর কাকরাইল মসজিদের বর্ষিয়ান মুরব্বি মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসরের নামাজের পর পাকিস্তানের আহলে শূরা মাওলানা শায়েখ হারুন কোরাইশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল বয়ান শুরু হয়।
ইতিমধ্যে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমায় শরিক হতে আলমি মারকাজ নিজামুদ্দিনের সারা পৃথিবীর আমীর হযরত জি মাওলানা সাদ দামাত বারকাতুহের বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট সাহেবজাদা মাওলানা ইলিয়াস বিন সাদ ময়দানে এসে পৌঁছেছেন।
বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ নিজামউদ্দিন অনুসারী মিডিয়ার সমন্বয়কারী মো.সায়েম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন) তরজমা ( অনুবাদ) করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে দশটায় খিত্তায় খিত্তায় শুরু হয় আমলি বয়ান।
ময়দানের পূর্ব উত্তর কোণে টিনসেটে -ব্যবসায়ী, সরকারি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, নামাজের মিম্বারে কলেজ ইউনিভারসিটির ছাত্রদের বয়ানের মেম্বারে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের,ময়দানের পশ্চিম পাশে তিন সেটে বধির উদ্দেশ্যে আলাদা বয়ান করা হচ্ছে।
আজ জুমার নামাজ অনুষ্ঠিত হবে দেড়টায়। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। ১৫ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ।
তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
১৬ ফেব্রুয়ারি রবিবার হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
তাবলীগ জামাত বাংলাদেশ নিজামুদ্দিনের অনুসারী ১৪ ফেব্রুয়ারী শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।