সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূণ খেলায় ঘুরকা নবসংহতি ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে এ.আর ট্রেডিং কর্পোরেশন শালদারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৯০ মিনিটের খেলায় ১- -১ গোলে অমিমাংসিত হওয়ায় খেলার শেষ এতে ট্রাইবেকারে ৪-৫ গোল হয় এতে ১ গোলে সিরাজগঞ্জের ঘুড়কা নব সংহতি ক্লাব এগিয়ে যাওয়ায় বিজয়ী হয় । অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে কাপ, মেডেল ওচ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানারআপ দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন , ঢাকা'র এ আর ট্রেডিং কর্পোরেশন বনাম সিরাজগঞ্জের ঘুড়কা নব সংহতি ক্লাব।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ(২) সদর- কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে উন্নয়ন করে যাচ্ছেন। বর্তমান প্রজন্মদেরকে সুন্দর জীবন ও সৎ নাগরিক হিসেবে গড়তে হলে সুশিক্ষার পাশাপাশি খেলাধূলা চর্চা করাতে হবে। বাল্যবিবাহ, সন্ত্রাস, ইভটিজিং, নির্যাতন প্রতিরোধ সকলকে একযোগে ঐক্যবদ্য হয়ে কাজ করতে হবে।
এতে সভাপতিত্ব করেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা।
সঞ্চালনায় ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের সাধারণ সম্পাদক এবং জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন , সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, জেলা পরিষদের সদস্য, মোঃ একরামুল হক, মোঃ আমিনুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা, শিয়ালকোল ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুল কুদ্দুস শিয়ালকোল ইউনিয়ন আঃলীগের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী শিয়াল কোল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হযরত আলী, সজল প্রমুখ।
খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মিজানুর রহমান ও জিয়াউর রহমান জিয়া মুন্সী। খেলায় হাজার হাজার দর্শকদের উপস্থিতি ঘটে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।