প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ
বেক্সিমকো শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আবারো সড়ক অবরোধ করেছে
শিল্প পুলিশ ও আন্দালনকারী শ্রমিকেরা বলেন, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক তৈরির কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোককে প্রতি মাসে ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে তাদের বেতন আদায় করে আসছে। গেল অক্টোবর মাসের বেতনের দাবিতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শ্রমিকেরা আন্দোলন করেন। গতকাল শনিবার থেকে আবার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে স্থানীয় থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।বেক্সিমকোর আন্দালনকারী শ্রমিকেরা বলেন, আমাদেরকে প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। গত কয়েক মাস যাবত এভাবেই নিতে হচ্ছে। সময় মতো বেতন করে দিলে আমরা আন্দোলনে যাবে না। বেতন না নিয়ে আমরা সড়ক ছাড়ব না। সড়ক বন্ধ না করলে কর্তৃপক্ষ ও সরকার আমাদের কথা বুঝার চেষ্টা করে না।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গেল মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে রাখে। সড়ক ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকদের বুঝানো হচ্ছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতারের পর ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.