এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টারঃ
পাবনার বেড়ায় তীব্র গরম ও প্রচন্ড তাপদাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে । ক্লান্ত পথচারী, শ্রমজীবী ,দিনমজুর এবং তৃষ্ণার্থ মানুষকে একটু স্বস্তি দিতে পানি ,লেবু ও খাবার স্যালাইন মিশ্রিত শরবতের ব্যবস্থা করেছে "পেচাকোলা স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন।
আজ শনিবার সকাল ১১ টার সময় উপজেলার নাকালিয়া বাজারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী নানা শ্রেণির প্রায় ১ হাজার তৃষ্ণার্ত পথচারীর মধ্যে বরফ কুচির সাথে স্যালাইন লেবু মিশ্রিত এক গ্লাস ঠান্ডা পানি পান করিয়েছেন উক্ত সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান গনি , এবং বেড়া প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক লেখক ও সাংবাদিক এস আর শাহ আলম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল শেখ, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সভাপতি রাসেল শেখ বলেন , প্রচন্ড তাপদাহে পথচারীসহ নানা শ্রেণী পেশার মানুষের তৃষ্ণা মেটাতে পেরে সত্যি আমরা মুগ্ধ। বরাবরই এই সংগঠন মানব সেবায় নিয়োজিত ছিল আগামীতেও থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।