বরগুনার বেতাগীতে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের মনোবল বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বেলা সাড়ে তিনটায় কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে আঁধারের আলো নারী কল্যাণ সমিতির আয়োজনে তরুণ কল্যাণ যুব পরিষদের সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন,কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ ।
আঁধারের আলো নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও যুব সংগঠক অলি আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নী।
করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রামাঞ্চলে ব্যাপকভাবে কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে। সামাজিক ব্যাধিতে রুপান্তর হওয়ায় কিশোরীদের সচেতন ও মনোবল বৃদ্ধি মুলক আলোচনায় সমাজের সকলের দায়িত্বশীল আচরণ করার প্রত্যয় করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, জেন্ডার প্রোমটার মোঃ আরিফুল ইসলাম পলাশ প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।