খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি বরগুনার বেতাগী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
৭ ই মে মঙ্গলবার সকাল ১০ ঘটিলায় বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগিতা গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, আফিসার ইনচার্জ মো মাহবুবুর রহমান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।