বরগুনার বেতাগীতে জাতীয় সংখ্যা দিবসে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা, শোভাযাত্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বক্তৃতা করেন বেতাগী নাগরিক ফোরম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান, বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হাসেন নয়ন, বেতাগী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির খলিফা, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা প্রমুখ। পরে বিভাগীয় কাজে সাফল্য অর্জনকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ বছর শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন বেতাগী সদরের ফজিলাতুন্নেছা নিপা, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন বেতাগী সদর ক্লিনিকের মোসা. সারমিন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজিরাবাদ ইউনিয়নের মোঃ শওকত হোসেন, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন বিবিচিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডা. সুসীল কুমার দাস, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ নির্বাচিত হয়েছে বিবিচিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে বেতাগী সদর ইউনিয়ন পরিষদ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।