সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা খানম।
কিশোর কিশোরী ক্লাব এর জেন্ডার প্রোমটার অলি আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এ বি এম মাসুদুর রহমান খান, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, বেতাগী থানার এসআই মোস্তফা কামাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইসমত আরা, শিশু সংগঠন ন্যশনাল চিল্ড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) বেতাগী উপজেলা শাখার সাধারন সম্পাদক ইশরাত জাহান লিমা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।