বরগুনার বেতাগীতে প্রথমবারের মতো আয়োজন করা হয় আইসিটি অলিম্পিয়াড‘২০২৩। বেতাগী সাইন্স ক্লাব ও গ্রিন পিস সোসাইটি, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী বরগুনা ইউনিটের সহযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম (লেভেল-১) ও নবম থেকে দশম(লেভেল-২) দুই ক্যাটাগরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৪ সেপ্টেম্বর ) দুপুরে বিএলবি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেতাগী সাইন্স ক্লাবের সভাপতি রাফি খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হোসেন।
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও গ্রিন পিস সোসাইটি সভাপতি খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন একই প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক আশুতোষ হাওলাদার,মো. গোলাম মোস্তফা প্রমুখ।
গ্রিন পিস সোসাইটি যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক মাহমুদ ইমাম'র সার্বিক তত্তাবধানে প্রথম ক্যাটাগিরিতে বিজয়ীরা হলেন, প্রথম অষ্টম শ্রেণীর রোল নাম্বার ০১ পিয়া মনি, দ্বিতীয় রোল নাম্বার ০৪ মো:বাইজিদ , তৃতীয় রোল নাম্বার ২ মোসা:রহিমা। দ্বিতীয় ক্যাটাগিরিতে বিজয়ীরা হলেন, প্রথম নবম শ্রেণীর রোল নাম্বার ৩ বৃষ্টি আক্তার মিম, দ্বিতীয় রোল নাম্বার ১ সাথী, তৃতীয় শেফা আক্তার।
এসময় বক্তারা বলেন, বেতাগীতে এই প্রথমবারের মতো আইসিটি অলিম্পিয়াডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও মেধা বিকাশের সহযোগিতা করবে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।