শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

বেতাগীতে ভলান্টিয়ার পোল গঠনে কর্মশালা

রিপোর্টারের নাম : / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  দ্রুত মানবিক সহায়তা প্রদানের জন্য দেশের উপকূলীয় জনপদ বরগুনা জেলায় ভলান্টিয়ার পোল গঠনের লক্ষ্যে বেতাগীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফারুক আহমদ।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে বরগুনায় সেচ্ছাসেবকদের তালিকা গঠনের (ভলান্টিয়ার পোল) প্রকল্পটি বান্তবায়ন হচ্ছে। এ লক্ষ্যে বেতাগী উপজেলায় আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ৪৫ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।
এসময় বক্তব্য রাখেন, এসময় বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, প্রেসক্লাবের বর্তমান সভাপতি সাইদুল ইসলাম মন্টু, নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামিম শিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন‘র) সাধারন সম্পাদক মহসিন খান, জাগোনারী প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স, স্বেচ্ছাসেবক খাইরুল ইসলাম মুন্না, সজল হাওলাদার, হোসেন সিপাহী, ইসরাত জাহান লিমা, জেরিন সুলতানা রাইছাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জাগোনারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালা থেকে জানানো হয়, সেচ্ছাসেবীদের তালিকা গঠনে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে এবং সেচ্ছাসেবীদের তালিকা উন্মুক্ত করা হবে। যারা ভবিষ্যতে যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে কাজ করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ১৪ ও ৩০ ডিসেম্বর জাগোনারী পাঠশালায় বরগুনার সেচ্ছাসেবকদের তালিকা গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয় এবং ইতোমধ্যে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আস্বস্ত করেছেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর