বরগুনার বেতাগীতে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলার চান্দখালীর শহিদ হাওলাদার (৩০) মাদক মামলায় গ্রেফতার করেন।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।গ্রেফতারকৃত শহিদ হাওলাদার উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখাালী এলাকার মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ২০১৮ সালে শহিদকে গাঁজাসহ গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।
এ ঘটনায় পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। আদালত ওই মামলায় ২০২২ সালে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা এড়াতে শহিদ দীর্ঘদিন পালিয়ে আসছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি নামক এলাকা থেকে শহিদ হাওলাদারকে গ্রেফতার করে র্যাব-০৮। সন্ধ্যায় তাকে বেতাগী থানায় হস্তান্তর করা হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শহিদ দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার বিকেলে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।