ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলা এর আয়োজনে "বিশ্ব মা দিবস" উদযাপন করা হয়েছে, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।
সোমবার বিকেল ৪ ঘটিকাযর সময় বেতাগী উপজেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমার সঞ্চালনায় সংগঠনের সভাপতি বক্তাবে বলেন যার সঙ্গে জড়িয়ে আছে নাড়ির টান, জীবনের প্রথম শিক্ষগুরু, জীবনের সবচেয়ে বড় আধার মা। মাকে সম্মান জানানোর তার প্রতি নিজের ভালোবাসা জাহির করার জন্য কোনও একটি দিন হয় না। আমাদের জীবনের প্রতিদিনই হোক মাদার্স ডে।
মাতৃ দিবসে এটাই হোক সংকল্প। আর কোনও মা যেন বৃদ্ধাশ্রমের দরজায় না দাঁড়ায়।
পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীতা, মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা, কবির কাছে যেমন ভাবনার প্রয়োজনীতা, আমার কাছে তেমন তোমার প্রয়োজনীতা। শুভ মাতৃ দিবস। ভালোবাসা নিও
এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা এনসিটিএফ এর সুমন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃআরিফুল ইসলাম মান্না শিশু সাংসদ , মোসাঃমিম,শিশু গবেষক,মাইশা জমাদ্দার,ইয়ামিন,নুপুর,ফারজানা,জান্নাতুল,কবিতা,মাহি,মাইশা,সাইফুল,অখি প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।